media/unsplash:7MEKVsmm44U

প্রেমের সপ্তাহে একাকী কী করবেন ভাবছেন? ব্যক্তিগত উদ্‌যাপনের জন্য রইল কয়েকটি উপায়।

ছবি: সংগৃহীত

media/unsplash:ohhEOp05h4g

 নিজের যত্ন নিন। পছন্দের সিনেমা দেখুন অথবা শরীরের যত্ন নিয়ে হয়ে উঠুন আরও সুন্দর।

ছবি: সংগৃহীত

media/unsplash:7BpuzmcxlHU

পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান। ঘুরতে যেতে পারেন পরিবারের মানুষদের নিয়ে।

ছবি: সংগৃহীত

media/unsplash:aoPTKjGo6u8

বন্ধুবান্ধবদের মধ্যে কেউ সে দিন ফাঁকা থাকলে তার সঙ্গে ঘুরে আসতে পারেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:goRh6TVJkHo

 পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা জমাতে পারেন।  বন্ধুবান্ধবদের মধ্যে কেউ সে দিন ফাঁকা থাকলে তার সঙ্গে ঘুরে আসতে পারেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:CN_Hj_8QQsQ

 পরিবারের থেকে দূরে থাকলে ভিডিয়ো কলে পারিবারিক আড্ডা দিতে পারেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:cMyEvxr7Uzg

ভালবাসার দিনটি অন্য ভাবে উদ্‌যাপন করতে চাইলে দুঃস্থদের কিছু উপহার দিতে পারেন। সামাজিক কর্তব্য পালনের সঙ্গে মনও ভাল হবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:LJ8OnqaYUqw

 ভালবাসার দিনে পরিবারের জন্য বিশেষ কিছু রান্না করুন। সকলে একসঙ্গে বসে খাবার খেতে খেতে সুন্দর সময় কাটান।

ছবি: সংগৃহীত