বর্ষা দরজায় কড়া নারছে, মাঝেমাঝেই আকাশের মুখ ভার করে বৃষ্টি নামছে। তবে গরমও কমছে না। এই রকম আবহাওয়ায় পোষ্যের যত্ন নেবেন কী ভাবে?

ছবি: সংগৃহীত

আবহাওয়ার এই তারতম্যে বাড়ির সারমেয় সদস্যদের প্রয়োজন বিশেষ যত্নের।

ছবি: সংগৃহীত

কয়েকটি বিষয় মাথায় না রাখলে তাদের নানা রকম সংক্রমণের মুখে পড়তে হতে পাড়ে। পোষ্যের যত্নে কী কী ভুল করবেন না?

ছবি: সংগৃহীত

পোষ্যকে অতিরিক্ত রোদের মধ্যে বা বৃষ্টির সময় হাঁটাতে নিয়ে যাবেন না। বাইরে থেকে এসে থাবাগুলি জল গিয়ে ভাল করে পরিষ্কার করে দেবেন যাতে ময়লা না লেগে থাকে।

ছবি: সংগৃহীত

চেষ্টা করবেন প্রতি দিন পোষ্যের চুল ব্রাশ করতে। এতে রক্ত চলাচল ভাল হয়।

ছবি: সংগৃহীত

জলের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। শরীরে আর্দ্রতা বজায় রাখতে জল খাওয়া প্রয়োজন, কিন্তু বর্ষায় জল থেকে পোষ্যদেরও নানা রোগ হয়, তাই জল ফুটিয়ে ঠান্ডা করে খেতে দিন।

ছবি: সংগৃহীত

জলের পাশাপাশি জলসমৃদ্ধ খাবারও বেশি করে খাওয়াতে হবে পোষ্যকে। জলের পরিমাণ বেশি, এমন খাবার খেলে পোষ্যের গ্যাসের সমস্যাও হবে না।

ছবি: সংগৃহীত

বাড়িতে থাকলেও পোষ্যকে নজরে রাখুন। গরমের কারণে বৃষ্টির জমা জলে গিয়ে শুয়ে থাকলে কিন্তু ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে,  ঠান্ডাও লাগতে পারে।

ছবি: সংগৃহীত

পোষ্যকে শ্যাম্পু দিয়ে স্নান করাবেন এবং স্নানের পর ভাল করে গা মুছিয়ে দেবেন,  যাতে গা দীর্ঘ ক্ষণ ভেজা না থাকে। এতে ত্বক ছত্রাক ও পরজীবীদের থেকে সুরক্ষিত থাকবে। তবে কী ধরনের শ্যাম্পু আপনার পোষ্যের জন্য কিনবেন, তা পশু চিকিৎসকের থেকে জেনে নিন।

ছবি: সংগৃহীত