চারপাশে সুগন্ধ থাকলে মন মেজাজ ফুরফুরে থাকে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে সুগন্ধি ব্যবহারের কিছু ক্ষণ পর আর গন্ধ থাকে না।
ছবি: সংগৃহীত
সুগন্ধির গুণগত মান বজায় রাখতে চাইলে কয়েকটি সহজ কাজ করতে হবে৷ তা হলেই সুগন্ধির গন্ধ থাকবে অনেক ক্ষণ।
ছবি: সংগৃহীত
১
সাধারণত ড্রেসিং টেবিলের উপরে সুগন্ধি সাজিয়ে রাখা হয়। কিন্তু অন্ধকার জায়গায় সুগন্ধি রাখলে তা দীর্ঘ দিন ভাল থাকে৷ তাই চেষ্টা করুন আলমারিতে সুগন্ধি রাখার।
ছবি: সংগৃহীত
২
সুগন্ধি ব্যবহারের পর সবসময় ভাল ভাবে বোতলটি বন্ধ করতে হবে। বোতলের ঢাকনা সামান্য খোলা থাকলেও সুগন্ধি নষ্ট হয়ে যেতে পারে।
ছবি: সংগৃহীত
৩
গরমকালে অনেকেই ফ্রিজে রেখে সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করেন। কিন্তু ঘরের তাপমাত্রায় রাখলে সুগন্ধি ভাল থাকে।
ছবি: সংগৃহীত
৪
সুগন্ধির রং অথবা ঘনত্বের পরিবর্তন হওয়ার অর্থ সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের সুগন্ধি ব্যবহার না করাই ভাল।
ছবি: সংগৃহীত
৫
ঘুরতে গেলে সব সময় ছোট বোতলে সুগন্ধি নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ বড় বোতল থেকে অনেক সময় সুগন্ধি পড়ে গেলে উবে যায় সেই সঙ্গে জামাকাপড় নষ্ট হয়।
ছবি: সংগৃহীত