ঘুরতে গেলে জামাকাপড়, প্রয়োজনীয় জিনিস এক জায়গায় নেওয়ার জন্য ট্রলি ব্যাগ খুবই কার্যকরী। কিন্তু ভ্রমণ শেষে ফিরে এসে ট্রলি ব্যাগ পরিষ্কার করা বেশ ঝক্কির। সহজ উপায়ে পরিষ্কার করবেন কী ভাবে?
ছবি: সংগৃহীত
একটি পাত্রে পাতিলেবুর রস আর জল মিশিয়ে নিতে হবে। মিশ্রণে স্পঞ্জ ডুবিয়ে পুরো ব্যাগে ভাল করে ঘষে নিন। কিছু ক্ষণ পর পরিষ্কার কাপড় দিয়ে মিশ্রণটি মুছে নিন।
ছবি: সংগৃহীত
যদি ব্যাগে দাগ থাকে, তা হলে নেলপলিশ রিমুভার আর বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করুন।
ছবি: সংগৃহীত
দাগের উপর এই মিশ্রণটি লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিতে হবে। তার পর সুতির নরম কাপড় দিয়ে ওই জায়গায় হালকা করে ঘষে নিতে হবে।
ছবি: সংগৃহীত
বহু দিন ব্যবহার না হলে ট্রলি ব্যাগের ভিতরে ছত্রাক জন্মায়। সেখান থেকে দুর্গন্ধ বার হয়। এর জন্য ব্যাগটি খুলে কিছু ক্ষণ রোদে রেখে দিতে হবে।
ছবি: সংগৃহীত
এর পর সুতির কাপড়ে সাদা ভিনিগার নিয়ে ব্যাগের ভিতর মুছে নিতে হবে।
ছবি: সংগৃহীত
এক ঘণ্টা পরে ভিজে কাপড় দিয়ে ব্যাগের ভিতর মুছে নিতে হবে। তার পর আবার কিছু ক্ষণ হাওয়ায় শুকিয়ে নিতে হবে।
ছবি: সংগৃহীত
ঘুরে আসার পরে প্রতি বার ট্রলি ব্যাগ পরিস্কার করে রাখলে নোংরা জমবে না। ব্যাগ দীর্ঘ দিন ভাল থাকবে।
ছবি: সংগৃহীত