media/unsplash:hbD2-Db0zLs

 কিছু সহজ উপায় জানা থাকলেই স্নানঘরের কল হয়ে উঠবে নতুনের মতো। 

ছবি: সংগৃহীত

media/unsplash:Mk_cIYHdC0w

প্রতি দিন জল ব্যবহারের কারণে কলে বিভিন্ন দাগ পড়ে, যা দেখতে ভাল লাগে না।

ছবি: সংগৃহীত

media/unsplash:Mi5a_q5EYEo

জেদি দাগ তোলা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

ছবি: সংগৃহীত

media/unsplash:gswmhxOfPXE

কয়েকটি সহজ টোটকায় সহজেই মুছে যাবে জেদি দাগ। বেশি পরিশ্রমও করতে হবে না, আবার সময়ও কম লাগবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:wpOnFM9hjNI

অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে কল পরিষ্কার করুন।

ছবি: সংগৃহীত

media/unsplash:ytzV7rsVCPE

 জলে ভেজা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কলটি মুড়ে দিন। কিছুক্ষণ পর ফয়েলটি সরিয়ে নিয়ে কল ঘষে পরিষ্কার করুন। এর ফলে কল নতুনের মতো দেখাবে।

ছবি: সংগৃহীত

media/unsplash:sSLI7KXPwzU

নল থেকে জেদি দাগ দূর করতে অ্যালুমিনিয়াম ফয়েলে বেকিং সোডা এবং নুন মিশিয়ে কলের গায়ে ঘষে পরিষ্কার করুন।

ছবি: সংগৃহীত

media/unsplash:V-_V-2Sptd0

 শ্যাম্পুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে স্ক্রাবার দিয়ে ঘষলে কল নতুনের মতো উজ্জ্বল হয়ে উঠবে।

ছবি: সংগৃহীত