নামে রোদচশমা হলেও এটি শুধু রোদে পরার জিনিস নয়। সারা বছরই ‘সানগ্লাস’ ব্যবহার করা জরুরি।

ছবি: সংগৃহীত

সূর্যের অতিবেগনি রশ্মি চোখের জন্য ক্ষতিকারক। চোখের সুস্থতা থেকে ফ্যাশন— সানগ্লাসের বিকল্প নেই।

ছবি: সংগৃহীত

‘ক্যাট আই’ কিংবা ‘অ্যাভিয়েটর’ ফ্রেমের সানগ্লাস গোল মুখে ভাল মানায়। আয়তাকার, কোণযুক্ত ফ্রেমের সানগ্লাস ভারী মুখের জন্য ভাল।

ছবি: সংগৃহীত

মুখের আকৃতি পান পাতার মতো হলে ‘টিয়ারড্রপ’ বা গোল ফ্রেমের রোদচশমা বেশ মানাবে।

ছবি: সংগৃহীত

লম্বা মুখের সঙ্গে গোলাকার সানগ্লাস ভাল যায়। তবে খেয়াল রাখতে হবে, সানগ্লাসের ফ্রেম যেন একটু বড় হয়।

ছবি: সংগৃহীত

বর্গাকৃতির মুখে বড় মাপের সানগ্লাস বেশি ভাল মানায়। গোল বা ডিম্বাকৃতি ফ্রেমের সানগ্লাসও পরা যেতে পারে।

ছবি: সংগৃহীত

 লম্বাটে চেহারায় ‘ক্যাট আই’ স্টাইল ভাল যাবে। তবে খেয়াল রাখতে হবে সানগ্লাসে যেন চোখের কোল ঢেকে যায়।

ছবি: সংগৃহীত

ডিম্বাকৃতি মুখের আদলে সব ধরনের সানগ্লাসই ভাল মানায়। শুধু লক্ষ রাখবেন, ফ্রেমটি যাতে আপনার মুখের তুলনায় বেশি চওড়া না হয়।

ছবি: সংগৃহীত