ভারতের নানা প্রান্তে নানা ভাবে পালিত হয় দোল।
ছবি: সংগৃহীত
রঙের উৎসবের আর মাত্র কয়েক দিন বাকি। এ বার দোল ২৫ মার্চ, মঙ্গলবার।
ছবি: সংগৃহীত
বাংলা থেকে উত্তরপ্রদেশ, সব জায়গাতেই উৎসাহের সঙ্গে পালিত হয় দোল। দেশ, বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন রঙের উৎসবে শামিল হতে।
ছবি: সংগৃহীত
মথুরা এবং বৃন্দাবনে দোল উদ্যাপন হয় ১৫ দিন ধরে।
ছবি: সংগৃহীত
কৃষ্ণের শহর বরসনার ‘লঠমার দোল’ বিখ্যাত। ভক্তেরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য।
ছবি: সংগৃহীত
মহারাষ্ট্রে দোল ‘রং পঞ্চমী’ হিসাবে পালিত হয়। এখানে রং খেলতে শুকনো, গুঁড়ো রং ব্যবহার করা হয়।
ছবি: সংগৃহীত
হরিয়ানায় দোল উৎসব ‘দুলান্দি’ বা ‘ধুলেন্দি’ নামে পরিচিত। এখানে দোল উপলক্ষে ‘কোড়া মার’ পালন করা হয়। এটি বিবাহিত মহিলাদের দ্বারা পালনীয় একটি লৌকিক প্রথা।
ছবি: সংগৃহীত
দক্ষিণ গুজরাতের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা লোকগান গেয়ে রঙের উৎসব উদ্যাপন করেন।
ছবি: সংগৃহীত
মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে হোলির পঞ্চম দিনে ‘রং পঞ্চমী’ উদ্যাপন করা হয়।
ছবি: সংগৃহীত