media/unsplash:yNFVWsQicdg

ভূমিকম্পের আগে এ বার সতর্ক করবে গুগল। এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।

media/unsplash:MpdLxiIg0P0

ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছে গুগল

media/unsplash:tBypczR1CFI

এই বৈশিষ্ট্যের মাধ্যমে ফোনেই মৃদু ভূকম্পন শনাক্ত করা যাবে।

media/unsplash:xN5VPvMK8is
media/unsplash:H3YvYOMxXdg

ফোন চার্জ দিয়ে না রাখলে বা স্থির ভাবে থাকলে ভূমিকম্পের লক্ষণ শনাক্ত করা যাবে।

media/unsplash:r3pIy-3Xgmg

একই সঙ্গে একাধিক ফোন থেকে এ ধরনের সঙ্কেত পাওয়া গেলে গুগলের সার্ভার ভূমিকম্পের অঞ্চল চিহ্নিত করবে।

media/unsplash:leqrylJNYUQ

অ্যান্ড্রয়েড-৫ এবং তার পরবর্তী মডেলের ফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাওয়া যাবে।

media/unsplash:PoIq8TXqFp0

ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে গুগলের এই বিশেষ বৈশিষ্ট্য।