টাকা লেনদেনের অ্যাপ গুগল পে শুরু করেছে ক্ষুদ্র ঋণ প্রকল্প। সুবিধা পাবেন ছোট ব্যবসায়ীরা।
ছবি: সংগৃহীত
অনেক সময় ছোট ব্যবসায়ীরা মূলধনের প্রয়োজনে বেশি সুদে ঋণ নিয়ে থাকেন।
ছবি: সংগৃহীত
তাঁদেরই পাশে দাঁড়়াতে এ বার ঋণ দেবে গুগল পে। একটি বিশেষ প্রকল্পে এই সুবিধা পাবেন ছোট ব্যবসায়ীরা।
ছবি: সংগৃহীত
গুগল পে-র ঋণের অধীনে ১৫,০০০ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
ছবি: সংগৃহীত
এর জন্য ডিএমআই ফিন্যান্সের সঙ্গে অংশীদারিত্ব শুরু করেছে গুগল পে।
ছবি: সংগৃহীত
ঋণ পেতে মোবাইলে ‘গুগল পে ফর বিজ়নেস’ অ্যাপ ডাউনলোড করে তাতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
ছবি: সংগৃহীত
'লোন' অপশনে গিয়ে 'অফার'-এ প্রয়োজনীয় ঋণের পরিমাণ লিখে ‘গেট স্টার্টেড’-এ ক্লিক করতে হবে।
ছবি: সংগৃহীত
ইএমআই অপশনে গিয়ে সুবিধামতো ইএমআই বেছে নিতে হবে। ঋণের জন্য গুগল পে-তে যাবতীয় তথ্য দিলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ব্যাঙ্কের তথ্য যাচাইয়ের পর ‘লোন’ ট্যাবে গেলেই দেখা যাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কি না।
ছবি: সংগৃহীত