পাঁচতারা হোটেলের চেয়ে কম কিছু নয় এই বিলাসবহুল বাড়িগুলি।

ছবি: সংগৃহীত

অ্যান্টিলিয়া

পৃথিবীর অন্যতম দামি বাড়ি ‘অ্যান্টিলিয়া’। চার লক্ষ বর্গফুটের বাড়িটি ২৭ তলা। উচ্চতায় ৫৭০ ফুট। মালিকের নাম— মুকেশ অম্বানী।

ছবি: সংগৃহীত

জে কে হাউস

 ‘রেমন্ড’-এর চেয়ারম্যান গৌতম সিঙ্ঘানিয়ার বাড়ির মূল্য প্রায় ৬ হাজার কোটি টাকা। এতে দু’টি সুইমিং পুল, জিম, হেলিপ্যাড, প্রেক্ষাগৃহ রয়েছে।

ছবি: সংগৃহীত

জলসা

 প্রায় ১২০ কোটি টাকা মূল্যের বাংলো ‘জলসা’ রয়েছে এই তালিকায়। মালিকের নাম বলে দিতে হবে না নিশ্চয়ই! তিনি অমিতাভ বচ্চন।

ছবি: সংগৃহীত

গুলিটা

আনন্দ পিরামল এবং ইশা অম্বানীর হিরের আকৃতির বাড়ি ‘গুলিটা’। যার মূল্য প্রায় ৪৫০ কোটি টাকা।

ছবি: সংগৃহীত

অ্যাবড

  ১৭ তলা বিশিষ্ট ‘অ্যাবড’-এর মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। অনিল অম্বানীর এই বিলাসবহুল বাড়িতে রয়েছে পুল, প্রেক্ষাগৃহ, হেলিপ্যাড।

ছবি: সংগৃহীত

মন্নত

বলিপাড়া সূত্রে খবর, শাহরুখের ‘মন্নত’-এর বর্তমান বাজার মূল্য ২০০ কোটি টাকা।

ছবি: সংগৃহীত

জিন্দল হাউস

দিল্লির লুটিয়েন্স জ়োনে অবস্থিত নবীন জিন্দলের ‘জিন্দল হাউস’-এর মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।

ছবি: সংগৃহীত