সত্যজিৎ রায়- বিজয়া রায়
বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক ভারতরত্ন সত্যজিৎ রায় বিয়ে করেন বিজয়া রায়কে৷ বিজয়ার বাবা ছিলেন সত্যজিতের মায়ের সৎ ভাই৷ সেই সূত্রে বিজয়া, সত্যজিৎ রায়ের মামাতুতো বোন৷
ছবি: সংগৃহীত
আলবার্ট-এলসা আইনস্টাইন
বিজ্ঞানী আইনস্টাইনের স্ত্রী এলসা সম্পর্কে আইনস্টাইনের বোন৷ এলসা এবং আইনস্টাইনের মায়েরা দুই বোন এবং তাঁদের বাবারাও ছিলেন খুড়তুতো, জেঠতুতো ভাই৷
ছবি: সংগৃহীত
প্রিন্স ফিলিপ- রানি এলিজাবেথ ২
ইংল্যান্ডের রানি এলিজাবেথ ২ এবং প্রিন্স ফিলিপ দু’জনের প্রপিতামহী রানি ভিক্টোরিয়া৷ সেই সূত্রে তাঁরা দু’জন ভাইবোন৷
ছবি: সংগৃহীত
চার্লস ডারউইন-এমা ডারউইন
১৯ শতকে ভাই বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ ছিল না৷ বিজ্ঞানী ডারউইন তাঁর খুড়তুতো বোন এমাকে বিয়ে করেছিলেন৷
ছবি: সংগৃহীত
রানী ভিক্টোরিয়া-প্রিন্স আলবার্ট
অ্যালবার্টের বাবা এবং ভিক্টোরিয়ার মা ছিলেন ভাই বোন৷ সেই সূত্রে অ্যালবার্ট এবং ভিক্টোরিয়ার মধ্যেও ভাইবোনের সম্পর্ক ছিল৷
ছবি: সংগৃহীত
এডগার অ্যালান পো- ভার্জিনিয়া
লেখক-কবি এডগার অ্যালান পো তাঁর খুড়তুতো বোন ভার্জিনিয়া এলিজা পোকে বিয়ে করেছিলেন৷
ছবি: সংগৃহীত
সাদ্দাম হোসেন-সাজিদা তালফাহ
ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন ১৯৫৮ সালে তাঁর খুড়তুতো বোন সাজিদা তালফাহকে বিয়ে করেছিলেন৷
ছবি: সংগৃহীত
ফ্র্যাঙ্কলিন দ্য রুজ়ভেল্ট-এলিয়ানর
আমেরিকার ৩২তম রাষ্ট্রপতি তাঁর তুতোবোন এলিয়ানরকে বিয়ে করেছিলেন। দু’জনের ছয় সন্তান ছিল।
ছবি: সংগৃহীত