কর্মব্যস্ত জীবনে একটু শান্তির খোঁজে মাঝে মাঝেই অচেনা ঠিকানায় পাড়ি দেন অনেকেই। তবে ছুটির মেয়াদ সব সময় দীর্ঘ হয় না। তাই সময় বাঁচাতে কাছে-পিঠের গন্তব্য হলেও চেপে বসতে হয় বিমানে।
ছবি: সংগৃহীত
তবে বিমানের টিকিটের দাম দেখলেই কপালে হাত পড়ে যায়। ঘুরতে যাওয়ার জন্য সকলেরই একটা বাজেট বরাদ্দ থাকে। তার অর্ধেকের বেশিই যদি যাতায়াত খরচে চলে যায়, তখন হয় মুশকিল।
ছবি: সংগৃহীত
এই সমস্যার সহজ সমাধানও রয়েছে। কয়েকটি ফিকির মেনে চললে কম পয়সাতেই কাটতে পারবেন বিমানের টিকিট।
ছবি: সংগৃহীত
ছুটির দিনে এবং সপ্তাহের শেষের দিকে টিকিটের দাম বেশি থাকে। ঘুরতে যাওয়ার জন্য তাই সপ্তাহের মাঝের দিনগুলিকে বেছে নিন।
ছবি: সংগৃহীত
দিনে নয়, রাত্রি ১২টার পর বুক করুন বিমানের টিকিট।
ছবি: সংগৃহীত
ঘুরতে যাওয়ার বেশ কিছু দিন আগেই বিমানের টিকিট কেটে রাখুন। ঘুরতে যাওয়ার দিন যত এগিয়ে আসবে, টিকিটের দামও কিন্তু ততই বৃদ্ধি পাবে।
ছবি: সংগৃহীত
বিমানের টিকিট কাটার সময় যে যন্ত্র থেকে টিকিটটি কাটছেন সেখানে ইনকগনিটো মোড চালু করে নিন। এতে টিকিটের দাম কম পড়তে পারে।
ছবি: সংগৃহীত
একটি ওয়েবসাইটের উপর ভরসা করেই টিকিট কেটে ফেলবেন না। অন্তত পক্ষে তিন-চারটি ওয়েবসাইট ঘেঁটে তারপর টিকিট কাটুন।
ছবি: সংগৃহীত