শীতকালে বাতাসে ধুলো বেশি ওড়ে। এর ফলে খুব তাড়াতাড়ি জুতো নোংরা হয়ে যায়।
ছবি: সংগৃহীত
ঠান্ডায় জুতো পরিষ্কার করা সমস্যার। তবে কয়েকটি কৌশল অনুসরণ করলে এই কাজ সহজ হতে পারে।
ছবি: সংগৃহীত
জুতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ব্যক্তিত্ব বিকাশেও সাহায্য করে পরিষ্কার জুতো। নোংরা জুতো যে কেবল দেখতে খারাপ লাগে তা নয়, জুতোয় থাকা নোংরা থেকে হতে পারে একাধিক রোগ।
ছবি: সংগৃহীত
শীতের সময় জুতো ধুয়ে শুকোনো মুশকিল হয়। তবে বিশেষ উপায়ে এই সমস্যার সমাধান হতে পারে।
ছবি: সংগৃহীত
ব্রাশে মাজন লাগিয়ে তা জুতোর ময়লা দাগের উপর ভাল ভাবে ঘষতে হবে। কিছু ক্ষণ ঘষলে জুতোর ময়লা পরিষ্কার হয়ে যাবে৷ তার পর সুতির নরম কাপড় অথবা টিস্যু দিয়ে জুতো ভাল ভাবে মুছে নিতে হবে।
ছবি: সংগৃহীত
টুথব্রাশ ভিনিগারে ভিজিয়ে জুতোর উপর হালকা ভাবে ঘষলে কিছু ক্ষণ পরে জুতোর ময়লা পরিষ্কার হয়ে যাবে।
ছবি: সংগৃহীত
অল্প বেকিং সোডা নিয়ে তার মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটা একটা টুথব্রাশে নিয়ে জুতোর উপর হালকা ভাবে ঘষুন৷ কিছু ক্ষণ পর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।
ছবি: সংগৃহীত