অর্থ উপার্জন করা যতটা প্রয়োজন, ততটাই গুরুত্বপূর্ণ অর্থ সঞ্চয় করা৷
ছবি: সংগৃহীত
অনেকেই বহু টাকা উপার্জন করলেও সে ভাবে সঞ্চয় করতে পারেন না। অপ্রয়োজনীয় খরচ করে ফেলেন। তার পর নানা সমস্যায় পড়েন।
ছবি: সংগৃহীত
কী ভাবে সহজে সঞ্চয় করবেন? চার উপায় অনুসরণ করলেই টাকা জমবে সহজেই।
ছবি: সংগৃহীত
অর্থ সঞ্চয় করতে জানা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। পরিকল্পনামাফিক সেই দক্ষতা আয়ত্ত করতে হবে।
ছবি: সংগৃহীত
ঋণ করা থেকে বিরত থাকা
যে কোনও ঋণ করলেই তা পরিশোধ করতে চড়া সুদ দিতে হয়। এতে উপার্জিত অর্থের অপচয় হয়। তাই ঋণ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন।
ছবি: সংগৃহীত
আর্থিক পরিকল্পনা
উপার্জন এবং কোন খাতে কত টাকা ব্যয় করা প্রয়োজন তা মাসের শুরুতে পরিকল্পনা করে ফেলুন। প্রতিটা খরচ লিখে রাখুন। এতে অনাবশ্যক খরচ হবে না।
ছবি: সংগৃহীত
খরচ নিয়ন্ত্রণ
আবেগের কারণে অথবা নিছক খামখেয়ালে অনেক বাজে খরচ হয়ে যায়। প্রতি দিনের খরচের লিখিত হিসাব রাখলে ধীরে ধীরে অকারণ খরচের বিষয় বুঝতে পারবেন এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন।
ছবি: সংগৃহীত
প্রয়োজনীয় খরচের মাত্রা নিয়ন্ত্রণ
জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ, রান্নার গ্যাস, মোবাইল৷ কিন্তু এই সবই বেহিসাবি ভাবে খরচ হয়ে যায় অনেক সময়৷ খরচের হিসাব করলেই প্রয়োজনীয় বিষয় অতিরিক্ত খরচ এড়াতে পারবেন।
ছবি: সংগৃহীত