ডেনিমের কাপড়ে যদি দোলের রং লেগে থাকে তা হলে পাঁচ পদ্ধতিতে তা দূর করতে পারেন।
ছবি: সংগৃহীত
দোল খেলার আনন্দে ত্বক, চুল কিংবা জামাকাপড়ের দিকে বিশেষ খেয়াল থাকে না।
ছবি: সংগৃহীত
তবে রং খেলতে খেলতে প্রিয় পোশাকে রং লেগে গেলেও চিন্তার কিছু নেই। কয়েকটি কাজ করলেই হবে মুশকিল আসান।
ছবি: সংগৃহীত
ব্লিচ
রং লেগে থাকা ডেনিম বা অন্যান্য কাপড় ঈষদুষ্ণ জলে নন-ক্লোরিন ব্লিচ পাউডার মিশিয়ে কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। তার পর ভাল ভাবে ধুয়ে ফেলুন।
ছবি: সংগৃহীত
লেবুর রস
লেবুর রস কাপড়ের দাগ দূর করতে ভাল কাজ করে। কাপড়ের রং লেগে থাকা অংশে লেবুর রস লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তার পর হালকা ভাবে ঘষে ধুয়ে ফেলুন।
ছবি: সংগৃহীত
ভিনেগার
আধ কাপ ভিনেগার আর পরিমাণ মতো কাপড় কাচার সাবান দুই থেকে তিন লিটার ঠান্ডা জলে মিশিয়ে নিন। এর মধ্যে রং লাগা কাপড় ভিজিয়ে রাখার পরে হালকা ভাবে ঘষলে রং উঠে যাবে।
ছবি: সংগৃহীত
অ্যালকোহল
ডেনিমের দাগ দূর করতে দাগের উপর অল্প অ্যালকোহল আর জল মিশিয়ে রং লাগা জায়গায় হালকা ঘষলে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।
ছবি: সংগৃহীত
ক্লিনার
অ্যামোনিয়াযুক্ত তরল যেমন, জানলা দরজার কাচ পরিষ্কার করার ক্লিনার সামান্য পরিমাণে ডেনিমের উপর ছড়িয়ে ১৫-২০ মিনিট রাখুন। তার পর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এক বালতি জলে তরল কাপড় কাচার সাবানের সঙ্গে অল্প ক্লিনার মিশিয়েও কাপড় ধুয়ে ফেললে রং উঠে যাবে।
ছবি: সংগৃহীত