ছুটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে দশেরার সময় ঘুরে আসতে পারেন উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায়।
ছবি: সংগৃহীত
চোপ্তা
পাহাড়ে ঢাকা এই জায়গাটিকে ভারতের মিনি সুইজ়ারল্যান্ড বলা হয়। এখান থেকে আপনি হিমালয়ের সুন্দর দৃশ্য দেখতে পাবেন।
ছবি: সংগৃহীত
মুন্সিয়ারি
হিমালয়ের কোলে সবুজের মাঝে ট্রেকিং করতে চাইলে মুন্সিয়ারি হতে পারে আপনার জন্য সেরা জায়গা।
ছবি: সংগৃহীত
জিম করবেট জাতীয় উদ্যান
বন্যপ্রাণ, বন্য জীবনের মাঝে কয়েকটা দিন কাটাতে চাইলে জিম করবেট জাতীয় উদ্যানে যেতে পারেন৷ জঙ্গল সাফারির আনন্দও পাবেন৷
ছবি: সংগৃহীত
আলমোড়া
সুউচ্চ পর্বতমালা ঘিরে রেখেছে বিখ্যাত মন্দিরকে৷ মনের শান্তির জন্য ঘুরে আসতে পারেন আলমোড়া।
ছবি: সংগৃহীত
ঔলি
উত্তরাখণ্ডের গাড়ওয়াল হিমালয়ে অবস্থিত ঔলি। এখানে ট্রেকিং এবং অন্যান্য অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন।
ছবি: সংগৃহীত
নৈনিতাল
'সিটি অফ লেক' নামে পরিচিত নৈনিতালে পাহাড়ের মাঝে ছোট্ট একটি শহর৷ জল ভালবাসলে এখানে বোটিং উপভোগ করুন।
ছবি: সংগৃহীত
হৃষিকেশ
আধ্যাত্মিক পরিবেশ ভাল লাগে? ঘুরে আসতে পারেন হৃষিকেশ থেকে৷ গঙ্গার তীরে স্নিগ্ধ বাতাসে প্রাণ জুড়োবে৷
ছবি: সংগৃহীত