সন্ধ্যায় চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে শিঙাড়া খেয়ে যদি পুরস্কার জিততে পারেন তা হলে কেমন হয়?
ছবি: সংগৃহীত
একটি বিশাল বড় শিঙাড়া একবারে শেষ করতে পারলেই ৭১ হাজার টাকা পুরস্কার মিলতে পারে।
ছবি: সংগৃহীত
উত্তরপ্রদেশের মিরাট জেলার লালকুটিতে রয়েছে কৌশল সুইটস। তাঁদের এই অভিনব শিঙাড়া নিয়ে চলছে আলোচনা।
ছবি: সংগৃহীত
প্রস্তুতকারকদের তরফে এই বিশাল শিঙাড়ার নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী শিঙাড়া’।
ছবি: সংগৃহীত
জন্মদিনে কেকের পরিবর্তে অনেকেই ১২ কেজি ওজনের ‘বাহুবলী শিঙাড়া’ অর্ডার দিচ্ছেন বলেও জানিয়েছেন প্রস্তুতকারকেরা।
ছবি: সংগৃহীত
এই শিঙাড়া তৈরিতে আলু, মটর, পনির ছাড়াও শুকনো ফল ব্যবহার করা হয়েছে।
ছবি: সংগৃহীত
১২ কেজি ওজনের শিঙাড়া ৩০ মিনিটের মধ্যে খেতে পারলেই পেতে পারেন ৭১ হাজার টাকা পুরস্কার।
ছবি: সংগৃহীত
বিশাল এই শিঙাড়া তৈরি করতে সময় লাগে ৬ ঘণ্টা, শিঙাড়ার দাম ১৫০০ টাকা।
ছবি: সংগৃহীত