লক্ষদ্বীপ ঘুরতে গেলে যেতেই হবে এই পাঁচটি জায়গায়। এর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে।
ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষদ্বীপ ভ্রমণের ছবি সমাজমাধ্যমে জনপ্রিয় হয়েছে।
ছবি: সংগৃহীত
প্রবাল প্রাচীর এবং সাদা বালিতে ঢাকা অপূর্ব সমুদ্র সৈকত মিনিকয় দ্বীপের বিশেষ আকর্ষণ।
ছবি: সংগৃহীত
মিনিকয় দ্বীপ
সামুদ্রিক খাবার ভালবাসলে আপনাকে যেতেই হবে কদমত দ্বীপ। এই দ্বীপ স্নরকেলিং এবং স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত।
ছবি: সংগৃহীত
কদমত দ্বীপ
প্রাকৃতিক সৌন্দর্য এবং চমৎকার স্থাপত্যের নিদর্শন রয়েছে কাভারত্তি দ্বীপে।
ছবি: সংগৃহীত
কাভারত্তি দ্বীপ
পাখি দেখতে ভালবসলে পিট্টি পাখির অভয়ারণ্যে অবশ্যই ঘুরে আসুন। বিভিন্ন প্রজাতির পাখির বাস পিট্টি বার্ড স্যাংচুয়ারিতে।
ছবি: সংগৃহীত
পিট্টি পাখির অভয়ারণ্য
রোমাঞ্চ ভালবাসলে খিন্নাকারা দ্বীপ আপনার জন্য আদর্শ ভ্রমণস্থল। নিরিবিলি খিন্নাকারা দ্বীপে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস আপনাকে আনন্দ দিতে পারে।
ছবি: সংগৃহীত
থিন্নাকারা দ্বীপ