শিবরাত্রি অত্যন্ত শুভ দিন। মনে করা হয় এই বিশেষ দিন শিবপুজো করলে মহাদেবের কৃপায় বাধা বিপত্তি দূর হয়। জীবন সুখের হয়।
ছবি: সংগৃহীত
শিবভক্তেরা অধীর আগ্রহে মহাশিবরাত্রির অপেক্ষা করেন।
ছবি: সংগৃহীত
এই বছর ৮ মার্চ, ২০২৪ শিবরাত্রি। ৮ মার্চ রাত্রি ১১ টা ২৪ এর পর থেকে রাত্রি ১২ টা ১২ মিনিটের মধ্যে শিবরাত্রির শুভ মুহূর্ত।
ছবি: সংগৃহীত
মহাশিবরাত্রির চারটি প্রহরে শিবের চারটি বিশেষ অভিষেক করা হয়। অপরাজিতা বা নীলকন্ঠ ফুল অর্পণ করা হয়।
ছবি: সংগৃহীত
মনে করা হয়, সমুদ্র মন্থনের সময় নির্গত বিষ শিব নিজের কণ্ঠে ধারণ করেন। বিষের প্রভাবে তাঁর গলা নীল হয়ে গিয়েছিল বলে তাঁর নাম রাখা হয়েছিল নীলকন্ঠ।
ছবি: সংগৃহীত
প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে অভিষেক করার সময়, 'ওম হৌং ঈশানায় নমঃ' মন্ত্রটি জপ করুন।
ছবি: সংগৃহীত
দ্বিতীয় প্রহরে 'ওম হৌং অঘোরায় নমঃ' জপ করে দই দিয়ে অভিষেক করুন।
ছবি: সংগৃহীত
তৃতীয় প্রহরে, 'ওম হৌং বামদেবায় নমঃ' জপ করে ঘি দিয়ে অভিষেক করুন।
ছবি: সংগৃহীত
চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করে 'ওম সদ্যোজাতায় নমঃ' জপ করুন।
ছবি: সংগৃহীত
রাত্রি জাগরণ
এটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির রাতে, শিব পৃথিবীতে আসেন এবং তাঁর ভক্তদের আশীর্বাদ করেন। তাই রাত্রি জাগরণ বিশেষ শুভ ফল দেয়।
ছবি: সংগৃহীত
চার প্রহরে চার বার পুজো করতে না পারলে, এই নিয়মে একেবারে পুজো করতে পারেন।শিব পুজোয় উপবাসের বিশেষ গুরুত্ব আছে।
ছবি: সংগৃহীত
ভক্তি আর নিষ্ঠার সঙ্গে উপোস করে সামান্য গঙ্গাজল আর বেলপাতা দিয়েও করতে পারেন শিবের পুজো।
ছবি: সংগৃহীত