শাড়ি কি আপনার পছন্দের পোশাক? তা হলে কেনাকাটার তালিকায় রাখতে পারেন চার ধরনের শাড়ি।
ছবি: সংগৃহীত
তাঁতের শাড়ি
এই শাড়িটি বাংলার তাঁতিদের দ্বারা বিশেষ ভাবে বোনা হয়। গরমে পরার জন্য উপযোগী।
ছবি: সংগৃহীত
জামদানি শাড়ি
বাংলাদেশের শাড়ি হলেও বাংলায় জামদানি শাড়ি খুবই জনপ্রিয়। সুতো দিয়ে বিশেষ নকশা করা হয় এই শাড়িতে। নকশাই এই শাড়িকে আলাদা ভাবে চিহ্নিত করে।
ছবি: সংগৃহীত
বালুচরি শাড়ি
রঙিন জরি আর সুতোর কাজ ছাড়াও এই শাড়ির আঁচলে রামায়ণ আর মহাভারতের চিত্রকল্প বোনা হয়।
ছবি: সংগৃহীত
বালুচরি শাড়ির নকশায় ফুল, পাখি, রাজা-রানির গল্পও সুতো দিয়ে বোনা হয়।
ছবি: সংগৃহীত
কাঁথা শাড়ি
সুতি বা সিল্কের কাপড়ের উপর কাঁথা স্টিচ করা হয়। সুতো দিয়ে ফুল, লতাপাতা, পাখি আঁকা হয়।
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে কাঁথা স্টিচ শাড়ি খুবই জনপ্রিয়। এই সব শাড়ির পাড় আর আঁচলে সুতো দিয়ে ভরাট নকশা করা হয়।
ছবি: সংগৃহীত
শাড়ি পরে যা কোনও জায়গায় নজর কাড়তে চাইলে তাঁত, জামদানি, বালুচরি আর কাঁথা স্টিচের শাড়ি অবশ্যই রাখুন আপনার সংগ্রহে।
ছবি: সংগৃহীত