কলকাতা থেকে বারাণসী যেতে লাগবে মাত্র সাত ঘণ্টা। বারাণসী-রাঁচী-কলকাতা এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত এ বার আরও সহজ হবে।
ছবি: সংগৃহীত
৬১০ কিলোমিটার দীর্ঘ বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে ছ’টি লেন বিশিষ্ট হতে চলেছে।
ছবি: সংগৃহীত
এই এক্সপ্রেসওয়েটি ভারত সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছে।
ছবি: সংগৃহীত
বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে।
ছবি: সংগৃহীত
বারাণসী থেকে কলকাতার দূরত্ব ৬৯০ কিলোমিটার। এই এক্সপ্রেসওয়ে চালু হলে যে দূরত্ব যেতে লাগবে মাত্র সাত ঘণ্টা।
ছবি: সংগৃহীত
এই প্রকল্পে ৩৫,০০০ কোটি টাকারও বেশি ব্যয় করা হবে। নভেম্বর থেকে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ছবি: সংগৃহীত
২০২৬ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করা হবে বলেই আশা করা হচ্ছে। এক্সপ্রেসওয়েটিতে চারটি বড় এবং ২৮টি ছোট সেতু নির্মাণ করা হবে।
ছবি: সংগৃহীত
যাত্রাপথে মোট ৬৭টি গ্রাম পেরোবে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে।
ছবি: সংগৃহীত