ইউটিউবে ইংরেজির পাঠ দিয়ে ইতিমধ্যেই ভাইরাল ‘দেহাতি ম্যাডাম’। তাঁর আসল পরিচয় কী?
ছবি: সংগৃহীত
উত্তরপ্রদেশের গ্রামের গৃহবধূ যশোদা। তাঁর পড়াশোনা দ্বাদশ শ্রেণি পর্যন্ত। দেশীয় কায়দায় সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলেন তিনি।
ছবি: সংগৃহীত
মাত্র ১১ মাস আগে তৈরি হওয়া ইউটিউব চ্যানেলে যশোদার ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে।
ছবি: সংগৃহীত
যশোদার চ্যানেলের নাম ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’। তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তিন লক্ষ পার করেছে এর মধ্যেই।
ছবি: সংগৃহীত
২৮ বছর বয়সি যশোদা লোধি উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার একটি গ্রামের বাসিন্দা।
ছবি: সংগৃহীত
যশোদা গ্রামীণ এলাকার মানুষকে ইংরেজিতে কথা বলতে উদ্বুদ্ধ করেছেন।
ছবি: সংগৃহীত
বই পড়ে, স্মার্ট ফোন ব্যবহার করে এবং প্রতি দিন অনুশীলন করে ইংরেজি বলতে শিখেছেন ‘দেহাতি ম্যাডাম’।
ছবি: সংগৃহীত
তিনি জানিয়েছেন, সম্প্রতি জেম্স ক্লিয়ারের ‘অ্যাটমিক হ্যাবিটস’ পড়া শেষ করেছেন।
ছবি: সংগৃহীত