ধুলো জমে কালো হয়ে যাওয়া সুইচ বোর্ড ঘরের সৌন্দর্য নষ্ট করে।

ঘর পরিষ্কার করার সময় সুইচ বোর্ড পরিষ্কারের কথা অনেকেরই খেয়াল থাকে না।

কোন পদ্ধতিতে কয়েক মিনিটের মধ্যেই সুইচ বোর্ড পরিষ্কার করা সম্ভব?

থিনার

কালো হয়ে যাওয়া বোর্ডে থিনার লাগিয়ে কিছু ক্ষণ রাখতে হবে। তার পর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

যদি থিনার না থাকে তবে ‘নেল পেন্ট রিমুভার’ও ব্যবহার করা যায়।

কালো হয়ে যাওয়া সুইচ বোর্ডে টুথপেস্ট লাগিয়ে রেখে দিন, তার পর একটি সুতির কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করুন।

দাঁতের মাজন

একটি পাত্রে বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে এই পেস্টটি বোর্ডে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন, তার পর মুছে ফেলুন।

বেকিং সোডা

সুইচ বোর্ড পরিষ্কার করতে ভুল করেও স্প্রে ব্যবহার করা উচিত নয়।

সুইচ বোর্ড পরিষ্কার করার আগে অবশ্যই পাওয়ার বোর্ড বন্ধ করে নিতে হবে।

সুইচ বোর্ড পরিষ্কার করার সময় রাবারের স্লিপার পরুন।