পছন্দের খাবারেই বাস করতে পারে পোকামাকড়!

ছবি: সংগৃহীত

সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’। তাদের মতে, প্রক্রিয়াজাত খাবারে সীমিত পরিমাণে পোকামাকড় বাস করতে পারে।

ছবি: সংগৃহীত

পর্যাপ্ত পরিমাণে আয়রন, ক্যালশিয়াম, স্বাস্থ্যকর চর্বি থাকা এই খাবারগুলিতে অনেক সময় বিশেষ প্রজাতির পা-হীন ছোট ছোট পোকা বাসা বাঁধতে পারে। তাই এই খাবারগুলি কেনার আগে মেয়াদউত্তীর্ণ কি না তা ভাল করে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা।

ছবি: সংগৃহীত

চকোলেট

 এফডিএ-র নির্দেশিকা অনুযায়ী, ১২৫ গ্রাম চকোলেটে ৬০-৭৪টি পোকা থাকতে পারে।

ছবি: সংগৃহীত

কফি 

 এক কাপ কফিতে ১২০টি পর্যন্ত পোকা থাকতে পারে বলে জানাচ্ছে সংস্থা।

ছবি: সংগৃহীত

পিনাট বাটার

  পিনাট বাটারের একটি ১০০ গ্রামের প্যাকে ৩০টি ছোট ছোট পোকা থাকতে পারে।

ছবি: সংগৃহীত

মাশরুম

প্রায় ১০০ গ্রাম মাশরুমে ১৯টি পোকামাকড় বাসা বাঁধতে পারে।

ছবি: সংগৃহীত

পাস্তা

আট থেকে আশি, অনেকেরই প্রিয় খাবার পাস্তা। ২২৫ গ্রাম পাস্তায় ২২৫টি পোকা থাকতে পারে বলেও দাবি করেছে এফডিআই।

ছবি: সংগৃহীত