media/unsplash:TzN2odwnesg

মদ দিয়ে তৈরি চকোলেট নিয়ে এল চিনের সংস্থা।

media/unsplash:jxfByDVJmS4

ইতিমধ্যেই এই বিশেষ মদমিশ্রিত চকোলেট পাওয়া যাচ্ছে বাজারে।

media/unsplash:SCbq6uKCyMY

মাত্র দিন দশেক আগে ‘লুকিন কফি’র সঙ্গে অংশীদারিত্ব শুরু করে ‘মউতাই’ নামে চিনের ওই সংস্থা।

media/unsplash:4vOcfTXfdAI

‘লুকিন’-এর সঙ্গে যৌথ ভাবে মদমিশ্রিত কফিও তৈরি করতে চলেছে তারা।

media/unsplash:HEDIXByCWM4

চিনের সমাজমাধ্যমে ইতিমধ্যেই ট্রেন্ডিং ‘মউতাই’-এর বিশেষ চকোলেট।

media/unsplash:1gQ2Hcozm7o

‘মউতাই’ গত বছর ‘মাঙ্গানিউ’ সংস্থার সঙ্গে যুক্ত ছিল।

media/unsplash:NEab1U1FfKM

‘মাঙ্গানিউ’-এর সঙ্গে যৌথ ভাবে মদমিশ্রিত আইসক্রিম তৈরি করছিল ‘মউতাই’।

media/unsplash:JVU-g0o2NPY

 অপেক্ষাকৃত কম মূল্যে এ ধরনের মদমিশ্রিত বিভিন্ন খাবার প্রস্তুত করে চলেছে চিনের সংস্থা।