ফ্লাইট বুকিংয়ে ডায়নামিক বুকিং সিস্টেম কাজ করে। অর্থাৎ বিমানের টিকিটের দাম কত হবে তা নির্ভর করে একাধিক বিষয়ের উপর।
বিমানে অগ্রিম টিকিট কাটলে অপেক্ষাকৃত কম খরচ হয়।
টিকিট কাটতে যত দেরি করবেন, একই গন্তব্যের জন্য তত বেশি খরচ হবে।
সস্তায় টিকিট পেতে গুগ্ল সাহায্য করতে পারে।
আপনি যদি দিল্লি থেকে কলকাতা যেতে চান, তা হলে গুগ্লে ‘দিল্লি টু কলকাতা ফ্লাইট’ লিখে সার্চে ক্লিক করুন।
এর পরে গুগ্ল জানতে চাইবে আপনি কোন তারিখে যাত্রা করবেন?
এর পর সেই তারিখে দিল্লি থেকে কলকাতাগামী ফ্লাইটের সমস্ত বিবরণ দেখাবে।
যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার পছন্দের ফ্লাইট নির্বাচন করে নিন। এর পর আর একটি পাতা খুলবে।
এখানে আপনি প্রতিটি ওয়েবসাইটে টিকিটের মূল্য দেখতে পাবেন।
যে সাইটে সব থেকে কম দাম দেখবেন, সেখান থেকে আপনার টিকিট বুক করতে পারেন।
পরবর্তী খবর পড়ুন