media/unsplash:bMIlyKZHKMY

ফ্লাইট বুকিংয়ে ডায়নামিক বুকিং সিস্টেম কাজ করে। অর্থাৎ বিমানের টিকিটের দাম কত হবে তা নির্ভর করে একাধিক বিষয়ের উপর। 

media/unsplash:dbuDVc96wsc

বিমানে অগ্রিম টিকিট কাটলে   অপেক্ষাকৃত কম খরচ হয়।

media/unsplash:FT2WwbS1LJQ

টিকিট কাটতে যত দেরি করবেন, একই গন্তব্যের জন্য তত বেশি খরচ হবে।

media/unsplash:N79MYsd2Ce4
media/unsplash:_LG6-LuBXaQ

সস্তায় টিকিট পেতে  গুগ্‌ল সাহায্য করতে পারে।

media/unsplash:CH6n0FZFBvE

আপনি যদি দিল্লি থেকে কলকাতা যেতে চান, তা হলে গুগ্‌লে  ‘দিল্লি টু কলকাতা ফ্লাইট’ লিখে সার্চে ক্লিক করুন। 

media/unsplash:eUT9HPXxYZo

এর পরে গুগ্‌ল জানতে চাইবে আপনি কোন তারিখে  যাত্রা করবেন?

media/unsplash:3wyIGmq1Juw

এর পর সেই তারিখে দিল্লি থেকে কলকাতাগামী ফ্লাইটের সমস্ত বিবরণ দেখাবে।

media/unsplash:kuFjXR_Rddk

যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার পছন্দের ফ্লাইট নির্বাচন করে নিন। এর পর আর একটি পাতা খুলবে।

media/unsplash:2UxUM9MYYic

এখানে আপনি প্রতিটি ওয়েবসাইটে টিকিটের মূল্য দেখতে পাবেন।

media/unsplash:lyBN6OPYrK8

যে সাইটে সব থেকে কম দাম দেখবেন, সেখান থেকে আপনার টিকিট বুক করতে পারেন।

media/unsplash:pJJcl8UJ7dg