জামনগর ঘুরতে গেলে যেতে পারেন ৫ মন্দির দর্শনে।
ছবি: সংগৃহীত
রাধিকা মার্চেন্ট-অনন্ত অম্বানীর প্রাক্-বিবাহ উদ্যাপনের কারণে চর্চায় গুজরাতের জামনগর জেলা।
ছবি: সংগৃহীত
জামনগরে রয়েছে একাধিক পৌরাণিক আর সুন্দর মন্দির।
ছবি: সংগৃহীত
ত্রিমন্দির জামনগর
মন্দিরের মধ্যে, জৈন, শৈব এবং বৈষ্ণবদের দেবতার মূর্তি রয়েছে। ১০৮ ইঞ্চি উঁচু মার্বেলের এই মন্দির। ।
ছবি: সংগৃহীত
আশাপুরা মা মন্দির
কচ্ছের গোসার ও পোলাদিয়া সম্প্রদায়ের মানুষের কাছে আশাপুরা মাতার প্রধান মন্দিরটি যেন পরিবারের অংশ। ১৪ শতকে নির্মিত, রাজপুতদের প্রধান পারিবারিক দেবতা হিসাবে আশাপুরা মাতা পূজিত হন।
ছবি: সংগৃহীত
শান্তিনাথ মন্দির
জৈনদের শান্তিনাথ মন্দিরও এখানকার প্রধান তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরে শিল্পের নিদর্শন আকর্ষণীয়।
ছবি: সংগৃহীত
বালা হনুমান মন্দির
জামনগরের রণমাল হ্রদের কাছে অবস্থিত বালা হনুমান মন্দিরের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে দীর্ঘ ‘রাম ধুন’ মন্ত্রোচ্চারণের জন্য।
ছবি: সংগৃহীত
শ্রী স্বামীনারায়ণ মন্দির
জামনগরের এই মন্দিরের স্থাপত্য আর ভাস্কর্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন।
ছবি: সংগৃহীত