সারা দিনের ক্লান্তি শেষে হোক বা বিশেষ মুহূর্তে, ঘর সুন্দর সাজানো থাকলে মন ভাল হয়ে যায়৷ অন্দরসজ্জার ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

1

 জানলায় হালকা রঙের পর্দা ব্যবহার করা ভাল। প্রাকৃতিক আলো ঘরে প্রবেশ করতে পারলে ছোট ঘরও বেশ কিছুটা বড় মনে হয়।

ছবি: সংগৃহীত

2

 জানলায় হালকা রঙের পর্দা ব্যবহার করা ভাল। প্রাকৃতিক আলো ঘরে প্রবেশ করতে পারলে ছোট ঘরও বেশ কিছুটা বড় মনে হয়।

ছবি: সংগৃহীত

3

 বাড়িতে প্রয়োজনের বেশি আসবাবপত্র রাখলে ঘর ছোট দেখাবে। এ ক্ষেত্রে অন্দরসজ্জাবিদের পরামর্শ মতো প্রয়োজনীয় এবং ট্রেন্ডি আসবাব রাখা যেতে পারে।

ছবি: সংগৃহীত

4

 আসবাব কেনার সময় ঘরের মাপের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। আসবাবের মাপ ভুল হলে ঘরের সৌন্দর্য নষ্ট হতে পারে।

ছবি: সংগৃহীত

5

 ছোট জায়গায় মাল্টিফাংশনাল স্টোরেজ (যেখানে এক জায়গায় বহু জিনিস রাখা যায়) ব্যবহার না করাই ভাল। জিনিসপত্র রাখার পাশাপাশি কিছুটা জায়গা ছাড়লে ঘর সুন্দর দেখায়।  

ছবি: সংগৃহীত

6

  ফাঁকা দেওয়ালে ছোট ছোট ছবি দিয়ে সাজিয়ে দিলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

ছবি: সংগৃহীত

7

  ঘর যদি ছোট বা মাঝারি হয়, সে ক্ষেত্রে ঘরের চারটি দেওয়ালে গাঢ় রং না করাই ভাল। যে কোনও একটি বা দু’টি দেওয়ালে গাঢ় রং করা যেতে পারে।

ছবি: সংগৃহীত