ভারতের এই মন্দিরে শুধু মহিলা পুরোহিতেরাই পুজো করেন। ঋতুচক্র চলাকালীনও মন্দিরে প্রবেশের অধিকার রয়েছে এখানে।
ছবি: সংগৃহীত
তামিলনাড়ুর কোয়ম্বত্তূরে অবস্থিত ইশা যোগ কেন্দ্রে 'মা লিঙ্গ ভৈরবী' নামে একটি মন্দির রয়েছে। এখানে পুজো থেকে আচার-অনুষ্ঠান সমস্তই পালন করেন মহিলা পুরোহিতেরা।
ছবি: সংগৃহীত
ইশার প্রতিষ্ঠাতা সদগুরু ২০১০ সালে এখানে মহিলা পুরোহিত নিয়োগ করেছিলেন।
ছবি: সংগৃহীত
মন্দিরের মহিলা পুরোহিত, যাঁকে 'বৈরাগিনী মা' বলা হয়, তিনি গর্ভগৃহে দেবীর পুজো করেন।
ছবি: সংগৃহীত
‘বৈরাগিনী মা’ লিঙ্গ ভৈরবী ধামেরও যত্ন নেন।
ছবি: সংগৃহীত
বিভিন্ন জাতি, ধর্ম এবং বিশ্বের বিভিন্ন অংশের সঙ্গে নিজেকে সংযুক্ত রাখেন তিনি।
ছবি: সংগৃহীত
অন্যান্য মন্দিরের মতো এখানে ঋতুমতী মহিলাদের আসতে কোনও বাধা নেই।
ছবি: সংগৃহীত
বৈরাগিনী মা বলেন, ‘ঋতুস্রাব আমাদের অস্তিত্বের ভিত্তি, এটি কী ভাবে অপবিত্র হতে পারে?’
ছবি: সংগৃহীত