media/unsplash:uMez7bFB2JQ

শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, স্থাপত্য এবং সংস্কৃতির বৈচিত্র্যের কারণে ইউনেস্কোর অন্যতম সুন্দর গ্রামের তালিকায় জায়গা করে নিয়েছে বিশ্বের বহু গ্রাম।

ছবি: সংগৃহীত

media/unsplash:uMez7bFB2JQ

জেল এমসি টাউন

 অস্ট্রেলিয়ার সালজবার্গে হ্রদের তীরে  অবস্থিত এই গ্রামটি বিশ্বের অন্যতম সুন্দর গ্রামগুলির মধ্যে একটি। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি পর্যটকদেরও পছন্দের তালিকায় রয়েছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:5c8fczgvar0

ওয়াগ্রান টাউন

 ওয়াগ্রান টাউন অস্ট্রিয়ার একটি পার্বত্য উপত্যকার মাঝে অবস্থিত।বছরের চার মাস বরফে ঢাকা থাকে গ্রাম।

ছবি: সংগৃহীত

media/unsplash:3MuXumZc-8Q

পুকুয়েলডন 

 চিলির চিলো দ্বীপে অবস্থিত সুন্দর পুকুয়েলডন গ্রামটি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:rQti4ZKWJQk

দাজহাই 

 তালিকায় চিনের দাজহাই গ্রামটিও রয়েছে। স্থাপত্যের জন্য এখানে প্রতি বছর পর্যটকেরা ভিড় জমান।

ছবি: সংগৃহীত

media/unsplash:_FkDmO8oYjg

জিংঝু গ্রাম

 চিনের জিংঝু গ্রামটিও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়।

ছবি: সংগৃহীত

media/unsplash:Fd8qsVLBtPQ

ম্যালিনং

 ভারতের মেঘালয়ে অবস্থিত ম্যালিনং গ্রাম এশিয়ার অন্যতম সুন্দর গ্রামের মর্যাদা পেয়েছে। একে ‘ঈশ্বরের বাগান’-ও বলা হয়ে থাকে।

ছবি: সংগৃহীত

media/unsplash:rknrvCrfS1k

ওর্তা সান গিউলিও

ইটালির লেক কোমোর কাছে একটি পাহাড়ে অবস্থিত ওর্তা সান গিউলিও গ্রামটিও রয়েছে এই তালিকায়।

ছবি: সংগৃহীত