সমুদ্রসৈকতে বেড়াতে কে না ভালবাসেন? কিন্তু, কোনও ‘ভৌতিক’ ঘটনা যদি সৈকতের সঙ্গে জড়িয়ে থাকে!
ছবি: সংগৃহীত
সমুদ্রসৈকত বলতে সাধারণত বিস্তৃত জলরাশি, ছোট বড় ঢেউ আর ঠান্ডা হাওয়ার কথাই মনে আসে।
ছবি: সংগৃহীত
পৃথিবীতে এমন কিছু সৈকত আছে যেখানে যেতে চাওয়া কোন ছার, নাম শুনলেই ভয়ে আঁতকে উঠবেন অনেকে।
ছবি: সংগৃহীত
কঙ্কাল সমুদ্রসৈকত, নামিবিয়া
কঙ্কাল সমুদ্রসৈকতকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সৈকত হিসাবে বিবেচনা করা হয়। এই সৈকতের চার দিকে জাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
ছবি: সংগৃহীত
চাঙ্গি বিচ, সিঙ্গাপুর
কথিত আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের আর্ত চিৎকার এখনও শোনা যায় এই সৈকতে।
ছবি: সংগৃহীত
বেকার বিচ, সান ফ্রান্সিসকো
সূর্যাস্তের পর এই সৈকতে যাওয়া নিষেধ। সন্ধ্যার পর এখানে না কি অশরীরীর আনাগোনা শুরু হয়!
ছবি: সংগৃহীত
হিগবি, কেপ মে
নিউ জার্সি কেপ মে-র হিগবি বিচে ‘প্রেতাত্মা’রা বিচরণ করে! লোকমুখে প্রচলিত রয়েছে এমন কথা।
ছবি: সংগৃহীত
কোকুইনা , ফ্লোরিডা
ফ্লোরিডার এই সমুদ্রসৈকত নিয়ে অনেক ধরনের গল্প আছে। এই সৈকতে অনেক রহস্যময় ঘটনা ঘটেছিল বলেও শোনা যায়।
ছবি: সংগৃহীত