মুম্বই, নভি মুম্বইয়ের পর এ বার ‘থার্ড মুম্বই’ পেতে চলেছে মায়ানগরী।
ছবি: সংগৃহীত
নতুন শহরটি ৩২৩ বর্গ কিলোমিটারে তৈরি হবে। এমনই খসড়া তৈরি করেছে মহারাষ্ট্র সরকার।
ছবি: সংগৃহীত
এতে উলওয়ে, পেন, পানভেল, উরান, কারজাত এবং আশপাশের অনেক এলাকা অন্তর্ভুক্ত হবে।
ছবি: সংগৃহীত
নভি মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে এই নতুন শহর গড়ে তোলা হবে।
ছবি: সংগৃহীত
ট্রান্স হারবার লিঙ্কের মাধ্যমে মুম্বইয়ের সঙ্গে সংযুক্ত হবে ‘থার্ড মুম্বই’।
ছবি: সংগৃহীত
মুম্বই শহরের দ্রুত এবং ক্রমবর্ধমান জনসংখ্যার পরিপ্রেক্ষিতে এই নতুন শহর তৈরি করা হচ্ছে।
ছবি: সংগৃহীত
'থার্ড মুম্বই' দেশের জিডিপি বৃদ্ধিতে সাহায্য করবে বলেই আশা মহারাষ্ট্র সরকারের।
ছবি: সংগৃহীত
আবাসিক এবং বাণিজ্যিক এলাকা ছাড়াও, নতুন শহরে ‘ডেটা সেন্টার’, ‘নলেজ পার্ক’ ইত্যাদিও থাকবে।
ছবি: সংগৃহীত