সাজসজ্জার জন্য ঘরে আয়না সকলেই লাগান। কিন্তু জানেন কি বাস্তুমতে ঘরের মধ্যে আয়না রাখার সঠিক জায়গা কোনটি?

ছবি: সংগৃহীত

বাস্তুর নিয়ম মেনে ঘরে আয়না রাখলে তা বিশেষ শুভ ফল প্রদান করতে পারে।

ছবি: সংগৃহীত

1

বাস্তুমতে বাথরুম, খাওয়ার জায়গা আর বসার জায়গায় আয়না রাখা শুভ।

ছবি: সংগৃহীত

2

অর্থাভাব দূর করতে লকারের ভিতরে আয়না রাখলে বিশেষ উপকার হয়।

ছবি: সংগৃহীত

3

বর্গাকার এবং আয়তকার আয়না ইতিবাচক প্রভাব বিস্তার করে। তাই এই ধরনের আয়না বাড়ির জন্য শুভ।

ছবি: সংগৃহীত

4

 আয়না সর্বদা আয়না সব সময় পরিষ্কার দাগহীন হওয়া শুভ। কোনও স্টিকার, কালি বা অন্য কোনও দাগ আয়নায় থাকা বাস্তুমতে শুভ নয়। দাগহীন এবং পরিষ্কার রাখুন, এতে স্টিকার বা অন্য কিছু লাগাবেন না।

ছবি: সংগৃহীত

5

 দুটি আয়না মুখোমুখি রাখলে ঘরে নেতিবাচকতা আসতে পারে

ছবি: সংগৃহীত

6

 আয়না সব সময় মাটি থেকে চার-পাঁচ ফুট উঁচুতে রাখা শুভ।

ছবি: সংগৃহীত