কেরিয়ারে উন্নতি করতে চান? বেশ কিছু বই অবশ্যই পড়ে রাখা উচিত৷ 

ছবি: সংগৃহীত

‘ড্রাইভ’

 ড্যানিয়েল এইচ পিঙ্কের লেখা ‘ড্রাইভ’ আপনার কেরিয়ারের  অগ্রগতিতে বিশেষ সহায়ক৷

ছবি: সংগৃহীত

‘লিন ইন’

মহিলাদের জন্য অবশ্যপাঠ্য শেরিল স্যান্ডবার্গ এর বই ‘লিন ইন’৷ কর্মক্ষেত্রে যৌন হেনস্থা মোকাবিলা করতে সহায়তা করতে পারে এই বইটি।

ছবি: সংগৃহীত

‘মাইন্ডসেট’ 

 যে কোনও কাজ করতে বুদ্ধির সঙ্গে স্থিতধী হওয়া প্রয়োজন। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কী ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, সেই বিষয় এই বই সহায়ক হতে পারে৷

ছবি: সংগৃহীত

‘অরিজিনাল’

পেশাগত জীবনে একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়৷ কী ভাবে বাধা-বিপত্তি কাটিয়ে এগিয়ে যাবে সেই বিষয় সাহায্য করবে অ্যাডাম গ্রান্টের বই ‘অরিজিনাল’৷

ছবি: সংগৃহীত

‘ডিপ ওয়ার্ক’

 সাফল্যের মূল মন্ত্র হাল না ছাড়ার মানসিকতা৷ কোনও কাজ করতে করতে অনেক সময় হতাশা গ্রাস করে৷ কী ভাবে লক্ষ্যে স্থির থাকবেন সেই বিষয় সাহায্য করতে পারে ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক৷

ছবি: সংগৃহীত

‘গেটিং থিংগস ডান’

কোনও কাজ করার আগে পরিকল্পনা করা প্রয়োজন।  কীভাবে পরিকল্পনা করবেন এবং পরিকল্পনা মাফিক কাজ করে কী ভাবে সাফল্য পেতে পারেন এই বই সে বিষয় সাহায্য করবে।

ছবি: সংগৃহীত

‘ডেভিড ও গোলিয়াথ’

নিজের খামতি চিনে তার উপর কাজ করাও সাফল্যের জন্য জরুরি৷ ম্যালকম গ্ল্যাডওয়েলের লেখা এই বই যে কারও দক্ষতাবৃদ্ধিতে সহায়ক হতে পারে৷

ছবি: সংগৃহীত