বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেকেরই স্বপ্নের ঠিকানা সুইৎজ়ারল্যান্ড। বরফ তো রয়েছেই, তা ছাড়া সে দেশের সাতটি মনোরম জলপ্রপাতও মুগ্ধ করবে।

ছবি: সংগৃহীত

স্টাউবাখ 

স্টাউবাখ জলপ্রপাত সুইৎজ়ারল্যান্ডের সর্বোচ্চ  জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। পাহাড় ঘেরা এই জলপ্রপাতের মনোরম সৌন্দর্য না দেখলেই নয়।

ছবি: সংগৃহীত

ট্রামেলবাখ 

  প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপ দেখতে চাইলে ট্রামেলবাখ জলপ্রপাত দেখতে ভুলবেন না।

ছবি: সংগৃহীত

মুরেনবাখ 

কেব্‌ল কার থেকে এই জলপ্রপাতটির মনোরম দৃশ্যের সাক্ষী থাকার অভিজ্ঞতাই আলাদা।

ছবি: সংগৃহীত

রেইচেনবাখ 

 ‘শার্লক হোম্‌স’-এ এই জলপ্রপাতের উল্লেখ রয়েছে। ফি বছর এখানে ভিড় জমান বহু পর্যটক।

ছবি: সংগৃহীত

স্পিসবাখফল্‌স

 অন্যতম সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে এটি একটি। ২৯০ মিটার উচ্চতার এই জলপ্রপাতটি পর্যটকদের আকর্ষণ করে।

ছবি: সংগৃহীত

গিসবাচ 

 পাহাড়, বন এবং আলপাইন তৃণভূমিতে ঘেরা এই জলপ্রপাত দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন।

ছবি: সংগৃহীত

রাইন 

 ইউরোপের বৃহত্তম রাইন জলপ্রপাত আশ্চর্যজনক জলের আর্টের জন্য বিখ্যাত।

ছবি: সংগৃহীত