বাংলায় একাধিক শৈলশহর রয়েছে। কোনওটি বিপুল জনপ্রিয়। কোনওটি আবার সেই অর্থে অচেনা। দার্জিলিং না গিয়ে এই সাত জায়গায় ছুটি কাটাতে যেতেই পারেন।
ছবি: সংগৃহীত
রিশপ
লাভার কাছেই রিশপ। প্রকৃতির কোলে সুন্দর শৈলশহর। প্রকৃতিপ্রেমীদের পছন্দের অন্যতম ঠিকানা।
ছবি: সংগৃহীত
তিনচুলা
চা-বাগান আর কাঞ্চনজঙ্ঘা, দুয়ের মিশেলে অপরূপ সুন্দর রিশপ।
ছবি: সংগৃহীত
সান্দাকফু এবং ফালুট
ট্রেকিংপ্রেমী হলে আপনার ঠিকানা হতে পারে সান্দাকফু বা ফালুট।
ছবি: সংগৃহীত
লাভা এবং লোলেগাঁও
কালিম্পঙের কাছে লাভা ও লোলেগাঁও যেতে পারেন।
ছবি: সংগৃহীত
মিরিক
মিরিকে যাওয়া যেতে পারে। সেখানকার সুমেন্দু হ্রদ বিখ্যাত। চার দিকের দেবদারু গাছ জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে।
ছবি: সংগৃহীত
কার্সিয়ং
দার্জিলিং এবং শিলিগুড়ির মাঝখানে অবস্থিত কার্সিয়ং একটি সুন্দর হিল স্টেশন, মানুষ বনের মাঝে চা বাগান দেখতে আসে।
ছবি: সংগৃহীত
কালিমপং
কালিপং পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর হিল স্টেশন, মানুষ এখানে বৌদ্ধ মঠ এবং অর্কিড নার্সারি দেখতে আসে।
ছবি: সংগৃহীত