কলকাতার কোন জায়গাগুলি ‘প্রি-ওয়েডিং’ ছবি তোলার জন্য সেরা?

ছবি: সংগৃহীত

ময়দান

 সবুজ মাঠ এবং আশপাশের শহুরে জীবন একসঙ্গে ছবিতে ধরা দেবে। বিয়ের আগে শীতের সকালে সঙ্গীর সঙ্গে ময়দানে তুলে নিতেই পারেন ‘প্রি-ওয়েডিং’ ছবি।

ছবি: সংগৃহীত

ট্রাম

‘ওল্ড স্কুল গ্ল্যামার’ রয়েছে কলকাতার ট্রামে। ‘প্রি-ওয়েডিং শুট’-এর জন্য এটি একটি অত্যন্ত ভাল জায়গা।

ছবি: সংগৃহীত

বো ব্যারাক

প্রাক-বিবাহের ছবির ‘ব্যাকড্রপে’ থাকতেই পারে কলকাতার বো ব্যারাকের পুরনো লাল দেওয়াল বা অলিগলি।

ছবি: সংগৃহীত

রবীন্দ্র সরোবর

আপনি দক্ষিণ কলকাতার বিখ্যাত লোকেশন রবীন্দ্র সরোবরের চারপাশে একটি ছবি তোলার জন্য সুন্দর দৃশ্য পাবেন।

ছবি: সংগৃহীত

ভিক্টোরিয়া মেমোরিয়াল

 সাদা মার্বেল দিয়ে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশ ছবি তোলার জন্য আদর্শ।

ছবি: সংগৃহীত

প্রিন্সেপ ঘাট

 হুগলি নদীর তীরে প্রিন্সেপ ঘাট অনেক যুগলের অন্যতম পছন্দের জায়গা। প্রেম তো হল, এ বার বিয়ের আগে দু’জনের প্রিয় মুহূর্তের সাক্ষী থাকুক প্রিন্সেপ ঘাট।

ছবি: সংগৃহীত

উত্তর কলকাতা

কুমোরটুলি থেকে শুরু করে উত্তর কলকাতায় অলিগলিতে অনেক পুরনো ও ঐতিহাসিক স্থান রয়েছে যেখানে দারুণ ছবি তোলা যায়। 

ছবি: সংগৃহীত