অগস্টের বর্ষায় ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? কোন কোন জায়গা পছন্দের লিস্টে রাখতে পারেন?

ছবি: সংগৃহীত

বর্ষায় ঘুরতে যাওয়া মানে সবুজের অপরূপ সমারোহের দর্শন পাওয়া। ভারতের এমন অনেক জায়গা রয়েছে যেগুলি অন্যান্য সময়ের তুলনায় বর্ষাতেই বেশি সুন্দর দেখায়। রইল তেমনই কয়েকটি জায়গার হদিশ।

ছবি: সংগৃহীত

মুন্নার

কেরলের জনপ্রিয় শৈলশহর মুন্নার বর্ষায় হয়ে ওঠে আরও রঙিন। ঢেউ খেলানো সবুজ চা বাগান, উচ্ছল ঝরণা, ঘন জঙ্গল, হ্রদ, পাহাড়ি নদী — এ সব কিছু নিয়ে বর্ষায় মুন্নার হয়ে ওঠে অপরূপা।

ছবি: সংগৃহীত

দার্জিলিং

দূরে কোথাও না যেতে চাইলে, ঘরের কাছে দার্জিলিং থেকেও ঘুরে আসতে পারেন। বর্ষায় দার্জিলিং-য়ের সবুজের সমারোহ উপভোগ করার মতো।

ছবি: সংগৃহীত

গোয়া

আপনি কি পাহাড়ের থেকে সমুদ্র সৈকতে ছুটি কাটাতে বেশি পছন্দ করেন? তাহলে গোয়ায় যেতে পারেন। সমুদ্রের পাশাপাশি নানা ঐতিহাসিক দুর্গ, চার্চ প্রভৃতি দর্শনীয় স্থান রয়েছে এখানে।

ছবি: সংগৃহীত

কুর্গ

বর্ষার কয়েকদিন কর্ণাটকের কুর্গে কাটিয়ে আসতে পারেন। এখানকার উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা পথ, বিরামহীন ছোট ছোট ঝরণা, একরের পর একর জমিতে ফলে থাকা কফি বাগান আপনার সকল নাগরিক ক্লান্তি ভুলিয়ে দিতে বাধ্য।

ছবি: সংগৃহীত

কোদাইকানাল

প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটাতে ঘুরে আসুন তামিলনাড়ুর কোদাইকানাল থেকে। ঘন জঙ্গলের পাশাপাশি নানা সুন্দর ঝরণার দৃশ্য দেখতে পারবেন এই অঞ্চলে।

ছবি: সংগৃহীত

হৃষিকেশ

উত্তরাখণ্ডের হৃষিকেশের সৌন্দর্য নিয়ে যত বলা যায়, ততই কম। এখানকার পাহাড়ের কোলে বয়ে চলা গঙ্গার পাশে বসে গঙ্গা আরতি দেখার মজাই আলাদা।

ছবি: সংগৃহীত