এখন বাজারে গেলেই চোখে পড়ে ফলের দোকানে রাখা থোকা-থোকা লিচু। তবে এই লিচুরও নানা জাত আছে, জানেন?
ছবি: সংগৃহীত
লিচু খেতে ভালবাসেন অনেকেই। গরমের দিনে সুমিষ্ট এই ফল খেলে তৃপ্তিও পাওয়া যায়।
ছবি: সংগৃহীত
ভারতে ৫ জাতের লিচুই বেশি বিখ্যাত। কী এদের নাম? কোথায়ই বা হয় এদের ফলন?
ছবি: সংগৃহীত
শাহি লিচু
বিহারের মুজফ্ফরপুরে এই লিচুর ফলন হয়। সাধারণত বানিজ্যিক কারণেই এই লিচুর চাষ করা হয়।
ছবি: সংগৃহীত
চায়না লিচু
এই লিচুর ফলনও বিহারের মুজফ্ফরপুরে সবথেকে বেশি হয়। এরা ছোট থেকে মাঝারি আকারের হয় এবং গায়ে লালের মধ্যে হালকা কমলার আভা থাকে।
ছবি: সংগৃহীত
কসবা লিচু
পূর্ব বিহারে কসবা লিচুর চাষ হয়। মাঝারি থেকে বড়, পান পাতা আকারের হয় এই লিচু।
ছবি: সংগৃহীত
বেদানা লিচু
উত্তরপ্রদেশ ও পঞ্জাবে বেদানা লিচুর চাষ করা হয়। অন্যান্য লিচুর তুলনায় এই লিচু বড় আকারের হয়।
ছবি: সংগৃহীত
গোলাপ সুগন্ধি লিচু
ছবি: সংগৃহীত
বিহারের মুজফ্ফরপুরে চাষ করা এই লিচু খেতে খুব সুস্বাদু হয়। গোলাপের মতো গন্ধের জন্য এই লিচু বেশি বিখ্যাত।