ধোনির হাত ধরেই সাফল্যের চূড়ায় পৌঁছেছিল ভারতীয় ক্রিকেট দল। ভারতকে টেস্ট ক্রিকেটে এক নম্বর করেছিলেন তিনি।

ছবি: সংগৃহীত

অধিনায়ক থাকাকালীন একের পর এক রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন ধোনি।

ছবি: সংগৃহীত

২০২০ সালের ১৫ অগস্ট, ইনস্টাগ্রামে পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ‘ক্যাপ্টেন কুল’।

ছবি: সংগৃহীত

কথা কম কাজ বেশি

ধোনি মনে করেন, এক জন সফল নেতার কাছে কথার চেয়ে তাঁর কাজটাই বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত।

ছবি: সংগৃহীত

খাঁটি সোনা চেনেন 

জহুরি যেমন খাঁটি রত্ন চেনেন, তেমনই দলের খেলোয়াড়দের প্রতিভা যাচাই করার ক্ষমতা ধোনিকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখে।

ছবি: সংগৃহীত

সংযম

পরিস্থিতি যেমনই হোক, সব সময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতেই পছন্দ করেন মাহি। চূড়ান্ত উত্তেজনার সময়েও মাথা ঠান্ডা রেখে কী ভাবে ম্যাচ জেতাতে হয় ধোনির কাছ থেকে তা শেখার মতো।

ছবি: সংগৃহীত

টিম ম্যানেজমেন্ট

খারাপ পারফরম্যান্সের পরেও সতীর্থদের উপর আস্থা রেখে তাঁদের সুযোগ দেওয়ায় বিশ্বাস করেন ধোনি।

ছবি: সংগৃহীত

শেখার ইচ্ছে

ধোনি কিছু নতুন শেখার চেষ্টা করেন, নেটে গিয়ে প্রচুর কষ্ট করে ঘাম ঝরান।

ছবি: সংগৃহীত

মাহির স্বাস্থ্যই যখন  সম্পদ

৪২ বছর বয়সেও ২৫-এর তারুণ্য। জিম নয়, ব্যাডমিন্টন খেলেই ফিটনেস ধরে রাখার চেষ্টা করেন মাহি। খেলেন টেনিসও। তা ছাড়া   ঘোড়সওয়ার, দৌড় তো রয়েছেই।

ছবি: সংগৃহীত