তামিলনাড়ুতে বেড়াতে গেলে কয়েকটি মন্দিরে যেতে ভুলবেন না। ইতিহাস আর ঐতিহ্য যেখানে ভক্তির আধারে মিলেমিশে একাকার।
ছবি: সংগৃহীত
কুম্ভকোনম ব্রহ্মার মন্দির
তাঞ্জাভুর জেলায় অবস্থিত কুম্ভকোনম ব্রহ্মার মন্দির। এই মন্দিরটি মূলত বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। বিষ্ণুর সহধর্মিণী লক্ষ্মী এখানে বেদবল্লী নামে পরিচিত। এখানকার স্থাপত্য খুব সুন্দর।
ছবি: সংগৃহীত
বৃহদেশ্বর মন্দির
চেন্নাইয়ের মাইলাপুরে অবস্থিত শিবমন্দিরটি দ্রাবিড় স্থাপত্যের অন্যতম নিদর্শন।
ছবি: সংগৃহীত
রামনাথস্বামী মন্দির
রামেশ্বরম দ্বীপে অবস্থিত একটি শিবমন্দির। এটি ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম।
ছবি: সংগৃহীত
কপালেশ্বর মন্দির
চেন্নাইয়ের মাইলাপুরে অবস্থিত শিবমন্দিরটি দ্রাবিড় স্থাপত্যের অন্যতম নিদর্শন।
ছবি: সংগৃহীত
বালা মুরুগান মন্দির
দক্ষিণ ভারতে নানা নামে পরিচিত কার্তিক। তামিলনাড়ুতে তিনি মুরুগান নামে পরিচিত। এখানে বিভিন্ন সময় নানা উৎসব পালিত হয়।
ছবি: সংগৃহীত
শ্রী লক্ষ্মী নারায়ণ স্বর্ণ মন্দির
ভেলোর থেকে প্রায় আট কিমি দূরে থিরুমালাইকোড়ির একটি ছোট পাহাড়ের উপর শ্রী লক্ষ্মী নারায়ণী মন্দির অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম স্বর্ণমন্দির।
ছবি: সংগৃহীত