মৃত্যুর পর কী হয়, তা জানার কৌতূহল মানুষের বহুকালের।
মৃত্যুর পর কী হয়, তা আজ পর্যন্ত জানতে পারেনি মানুষ।
জেফরি লং নামের এক চিকিৎসক ‘নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স’ নিয়ে কাজ করছেন অনেক দিন। তিনি জানিয়েছেন মৃত্যুর পরের রহস্য।
জেফরি লংয়ের মতে, তিনি প্রায় পাঁচ হাজার ঘটনা অধ্যয়ন করেছেন যেখানে মানুষ বলেছেন তাঁদের নিকট মৃত্যুর অভিজ্ঞতা।
ব্রেন ডেড বা কোমায় চলে যাওয়া মানুষদের নিয়েও গবেষণা করেছেন জেফরি।
অনেকের দাবি, মানুষ যখন মারা যান, তখন তাঁদের মনে হয় তাঁরা যেন একটি সুড়ঙ্গের মধ্যে যাচ্ছেন যেখানে অনেক আলো রয়েছে।
অনেকে দাবি করেছিলেন, সেই পথে তাঁরা নিজেদের এবং তাঁদের পোষ্যদের অনেককেই মৃত অবস্থায় পেয়েছিলেন।
অনেকে বলেছেন যে, তাঁরা চরম শান্তি অনুভব করেছেন এবং একই সঙ্গে অনুভব করেছেন যে তাঁরা তাঁদের বাড়িতেই রয়েছেন।