ভিটামিন ডি-র ঘাটতির জেরে ‘লং কোভিড’-এর উপসর্গ দেখা দিতে পারে।
২৫ তম ইউরোপীয় ‘কংগ্রেস অফ এন্ডোক্রিনোলজি’ সভায় এই বিষয়ে আলোচনা করা হয়।
মিলানের ভিটা স্যালুট সান রাফায়েল বিশ্ববিদ্যালয় এবং সান রাফায়েল হাসপাতাল যৌথ ভাবে গবেষণাটি পরিচালনা করে।
৫১ থেকে ৭০ বছর বয়সি ১০০ জনের উপর গবেষণা করে শরীরে ভিটামিন ডি-র পরিমাণ পরিমাপ করা হয়।
গবেষণায় দেখা গিয়েছে, সঙ্কটজনক বেশির ভাগ রোগীর ক্ষেত্রেই কোভিড সেরে যাওয়ার পর ভিটামিন ডি-র ঘাটতি এবং সেই সংক্রান্ত উপসর্গ দেখা দিতে পারে।
করোনায় আক্রান্ত হওয়ার ১২ সপ্তাহ পর থেকে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিতে পারে।
কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর ভিটামিন ডি-এর ঘাটতি যাতে না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।
ভিটামিন ডি পেতে সুষম আহার করা, শরীরে ভিটামিন ডি-এ মাত্রা পর্যবেক্ষণ করা উচিত।
পরবর্তী খবর পড়ুন