কলকাতায় শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। চলতি বছর ২০ থেকে ২৪ অক্টোবর পালিত হবে দুর্গোৎসব।

দুর্গাপূজা নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। কলকাতার বড়বাজারে ব্যস্ততা দেখা দিয়েছে ইতিমধ্যেই।

 গড়িয়াহাট, নিউমার্কেট, হাতিবাগানে দেখা যাচ্ছে পুজোর ব্যস্ততা। চলছে জমজমাট কেনাকাটা।

বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে বাজারগুলিতে। দোকান থেকে শুরু করে মলগুলোতে থাকছে চমক আর উত্তেজনা।

কলকাতা টেক্সটাইল অ্যাসোসিয়েশনের মতে, এই বছর প্রচুর পরিমাণে পোশাক এবং উপহার সামগ্রীর অর্ডার পাওয়া যাচ্ছে।

মানুষের ভিড়ে ব্যবসায়ীদের মুখে খুশি। এ বারে ভাল বিক্রির আশা করছেন তাঁরা।

কুমোরটুলিতে শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। প্রতি বারের মতো এ বারও বিভিন্ন থিমের পুজো দেখতে পাবেন মানুষ।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা প্যান্ডেলের থিম হবে ডিজ়নিল্যান্ড। তবে অনেক পুজো কমিটিই এখনও থিম প্রকাশ্যে আনেনি।