media/unsplash:YmpC_Avl_7g

কেরলে দ্রুত ছড়াচ্ছে নিপা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক থাকতে বলেছে নবান্নও।

media/unsplash:_59aYi9cPUE

নিপা ভাইরাস পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বিদেশেও এই সংক্রমণের অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে।

media/unsplash:pE6EL2EiFPU

নিপা ভাইরাসের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, গাঁটে ব্যথার সঙ্গে ক্লান্তি।

media/unsplash:WtfyzpymPaY
media/unsplash:FnzQiImsoYM

বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাস মূলত বাদুড়ের মাধ্যমে ছড়ায়।

media/unsplash:Y06imaOLycY

তবে এই ভাইরাস শুয়োর, বিড়াল, ছাগল, ঘোড়া, কুকুর এবং বিড়ালের মাধ্যমেও ছড়াতে পারে।

media/unsplash:yAXbfq1wI7I

নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি অন্য কাউকে সংক্রমিত করতে পারেন।

media/unsplash:AAfqr-F6A7Y

সংক্রামিত ব্যক্তিকে আলাদা করা উচিত। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত।

media/unsplash:c4IBsSCuwIU

সময়মতো ব্যবস্থা না নিলে নিপা ভাইরাসে আক্রান্তের পরিণতি মারাত্মক হতে পারে।