media/unsplash:9QTQFihyles

কাজের চাপে বেশির ভাগ সময়ই বাবা-মায়ের সঙ্গ পায় না এখনকার শিশুরা। 

media/unsplash:KQCXf_zvdaU

খামতি পূরণের জন্য অনেক বাবা-মা সন্তানদের অতিরিক্ত প্রশ্রয় দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করেন।

media/unsplash:6KlUpvEMmnc

যার জেরে বাবা-মায়ের সঙ্গে সন্তানের একটি দূরত্ব তৈরি হয়। শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বিষয়ে অভিভাবকদের নজর দেওয়া জরুরি।

media/unsplash:UdhvRvpaBP0
media/unsplash:CipFDRLwEPQ

শিশুর সব সমস্যার সমাধান করে দেবেন না

ছোট ছোট সমস্যাগুলিতে নিজেকেই সমাধান করতে দিন, এতে শিশু স্বাবলম্বী হবে।

media/unsplash:gjgw2evB6Kw

সম্পর্কের মর্যাদা

শিশুকে সর্বদা সচেতন থাকতে হবে সে কার সঙ্গে কথা বলছে। সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হবে ছোট থেকেই।

media/unsplash:DGzlw95hkLs

সবকিছুতেই প্রশংসা করবেন না

সন্তান যখন ভাল কিছু করছে তখন অবশ্যই তার প্রশংসা করুন। তবে ছোট ছোট প্রতিটি বিষয়ে অত্যধিক প্রশংসা করবেন না।

media/unsplash:zNO5fJDHQWU

শিশুকে তার নিজের কাজ নিজেকেই করতে দিন।

শিশুদের আত্মনির্ভরশীল করে তুলুন

media/unsplash:tBWmzPuQo3w