media/unsplash:0ShTs8iPY28

জিমে গিয়ে শরীরচর্চা করার সময় পাচ্ছেন না?

media/unsplash:eot-ka5dM7Q

কী কী অভ্যাস করলে বাড়িতে থেকেই নিজেকে ফিট রাখতে পারবেন?

media/unsplash:ttzU0sZmkpA

রোজ সাঁতার কাটার অভ্যাস ওজন কমাতে কার্যকর।

সাঁতার

media/unsplash:Yyk4OmVJAyE

মজার ছলে ওজন কমাতে চাইলে নিয়মিত নাচ করতে পারেন।

নাচ

media/unsplash:lcQcdkXWBoQ

ব্যায়ামের একটি পুরনো পদ্ধতি হল বায়বীয় যোগ, যা মানসিক চাপ থেকে মুক্তি দেয় এবং শরীর সুস্থ রাখে।

বায়বীয় যোগব্যায়াম

media/unsplash:PcBbrjiShAk

ট্রামপোলিন ওয়ার্কআউট করলে ওজন ঝরবে দ্রুত।

ট্রামপোলিন ওয়ার্কআউট

media/unsplash:I079C4gOe8s

রোজ সাইকেল চালিয়েও নিজেকে ফিট রাখতে পারেন। সাইক্লিং করলে স্ট্যামিনা বৃদ্ধি পায়।