টুইটারের নাম বদলে ‘এক্স’ করার পর ইলন মাস্ক ইমেলের জগতেও নতুন পরিবর্তন আনতে চলেছেন।

ছবি: সংগৃহীত

media/unsplash:TaOGbz_S-Qw

গুগ্‌লের জিমেলের মতো হতে চলেছে মাস্কের এক্সএমএল।

ছবি: সংগৃহীত

সমাজমাধ্যমে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক।

ছবি: সংগৃহীত

media/unsplash:G_lwAp0TF38

মাস্কের মতে, তার এআই কোম্পানি এক্সএআই, এক্সএমএল তৈরি করবে।

ছবি: সংগৃহীত

সূত্রের খবর, এক্সএমএলকে এক্স-এর সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ছবি: সংগৃহীত

media/unsplash:1KOZyZWEo1k

ববর্তমানে জিমেল বিশ্বের বৃহত্তম ইমেল পরিষেবা প্রদানকারী সংস্থা।

ছবি: সংগৃহীত

media/unsplash:vgNE0P7Pz9M

বিশ্বব্যাপী ১৮০ কোটিরও বেশি মানুষ জিমেল ব্যবহার করেন। 

ছবি: সংগৃহীত

media/unsplash:tqkDGqPW8Vo

এক্সএমএল কি পারবে জিমেলকে প্রতিযোগিতায় ফেলতে? সেটাই এখন দেখার।

ছবি: সংগৃহীত