media/unsplash:auKMC7ZvUhU

শরীর গঠনের জন্য নিয়মিত ডিম খাচ্ছেন?

media/unsplash:eIzzzwtkBjU

বেশি ডিম খেলে কিন্তু ক্ষতি হতে পারে স্বাস্থ্যের।

media/unsplash:vWtfT-o-UOA

রোজ দু’টির বেশি ডিম খেলে ওজন বৃদ্ধি পায়।

media/unsplash:UrJxxnUNqOo

অতিরিক্ত ডিম খেলে কোলন, রেকটাল এবং প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়।

media/unsplash:fdlZBWIP0aM

বেশি ডিম খাওয়ার অভ্যাস হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে।

media/unsplash:2vzJ1PQMW2I

চিকিৎসকদের মতে, এক জন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে একটি বা দু’টি ডিম খেতে পারেন।

media/unsplash:yNlMPbRLBTI

একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন, দু’টি ডিমই তা পূরণ করতে সক্ষম।