রাস্তার খাবার কলকাতার দুর্গাপুজোর উৎসাহ বাড়িয়ে দেয়।

ছবি: সংগৃহীত

মটন বিরিয়ানি

শহরের ক্লাসিক মটন বিরিয়ানির স্বাদ না নিলে বড় ভুল করছেন। বিরিয়ানিতে দেওয়া আলু এটিকে আরও বিশেষ করে তোলে।

ছবি: সংগৃহীত

কষা মাংস

কষা মাংস হল বাংলার অন্যতম সেরা খাবার। এই মাংস কম আঁচে তৈরি করা হয়।

ছবি: সংগৃহীত

লুচি ও আলুর তরকারি 

পুজোয় এক দিন জলখাবারে লুচি, আলুরদম খেয়ে দেখতে পারেন। উত্তর ভারতের আলুপুরির মতো এই শহরে লুচি খুবই জনপ্রিয়।

ছবি: সংগৃহীত

ফুচকা

কলকাতার স্ট্রিট ফুড মানেই ফুচকা। এই খাবার ভুললে চলবে না।

ছবি: সংগৃহীত

কাঠি রোল

কলকাতার অনেক জায়গায় পনির, মটন, চিকেন ইত্যাদির মতো অনেক ধরনের সুস্বাদু কাঠি রোল পাবেন।

ছবি: সংগৃহীত

সন্দেশ আর রসগোল্লা

সন্দেশ বা রসগোল্লা ছাড়া কলকাতার যে কোনও উৎসবই অসম্পূর্ণ।

ছবি: সংগৃহীত

সর্ষে ইলিশ

এই পুজোয় চেখে দেখুন সর্ষে ইলিশ।

ছবি: সংগৃহীত